রোহিঙ্গারা কি আ.লীগের আত্মীয় যে বিএনপি ত্রাণ দিতে পারবে না
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনি যদি সত্যিই ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তবে কেন বিএনপির কাজে বাধা দেন। রোহিঙ্গারা কি আওয়ামী লীগ এবং জেলা প্রশাসকদের আত্মীয় যে বিএনপি তাদের ত্রাণ দিতে পারবে না।’
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে তারেক জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জয়নুল আবদিন ফারুক এসব বলেন।
এ সময় বিএনপি নেতা আরো বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) বলছেন, বিএনপি ত্রাণ দিয়ে রাজনীতি করতে চায়। আপনারা বোঝেন ক্ষমতা আর লুটপাট। বিএনপির ত্রাণ আটকে দিয়েছেন। তাতে কিছু আসে যায় না। রোহিঙ্গাদের আশ্রয়, খাওয়া-দাওয়ায় আমরা আর আপনাদের বিশ্বাস করতে পারছি না।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরো বলেন, ‘১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি-বিদ্যুৎ, নিরপেক্ষ নির্বাচন দেবেন—এ ধরনের বিশ্বাস আপনাদের ওপর আর নাই। রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণও এই সরকার আটকে দিয়েছে।’
সর্বদলীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান এবং তাদের আশ্রয়, খাওয়া-দাওয়া, নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান বিএনপির এই নেতা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অনেকেই।