রোহিঙ্গাদের আশ্রয়ের বিনিময়ে অর্থ আদায়, ছয়জনকে সাজা

Looks like you've blocked notifications!
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক শিশুর কান্না। ছবি : স্টার মেইল

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিনিময়ে অর্থ আদায় করায় ছয় দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় (এসএমএস) বিষয়টি জানানো হয়েছে।

খুদেবার্তায় বলা হয়েছে, অবৈধভাবে শরণার্থী ক্যাম্প স্থাপন করে রোহিঙ্গাদের আশ্রয়দানের বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগে কক্সবাজারের উখিয়া উপজেলার থ্যাইংখালী এলাকা থেকে দালাল চক্রের ছয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এদের মধ্যে একজনকে ২০ দিনের এবং পাঁচজনকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন র‍্যাব ৭-এর ভ্রাম্যমাণ আদালত।