টুঙ্গিপাড়ায় বাসের চাপায় নারীর মৃত্যু, সড়ক অবরোধ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিংগীপাড়ার টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কে দ্রুতগামী ইমাদ পরিবহনের একটি বাসের চাপায় বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেগম টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের সিংগীপাড়া গ্রামের মইয়ার আলী শেখের স্ত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখেন।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ ভূঁইয়া জানান, টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ইমাদ পরিবহনের একটি বাস সিংগীপাড়ায় পথচারী বেগমকে চাপা দেয়। গোপালগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করার পর সকাল ৮টার দিকে বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে উত্তেজিত এলাকাবাসী সড়ক অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে ৯টার দিকে অবরোধ তুলে নেন লোকজন।