নাটোরে আইনজীবীর বাড়িতে ডাকাতি

Looks like you've blocked notifications!
নাটোর শহরে গতকাল শনিবার রাতে ব্যারিস্টার শিহাব-উল-আরেফিন টুটুলের জানালার গ্রিল কেটে টাকা-স্বর্ণালংকার লুট করা হয়। ছবি : এনটিভি

নাটোর শহরে এক আইনজীবীর বাড়িতে পাঁচ মুখোশধারী ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান দ্রব্যসামগ্রী লুট করে নিয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে শহরের মীরপাড়া মহল্লায় ব্যারিস্টার শিহাব-উল-আরেফিন টুটুলের বাড়িতে এ ডাকাতি হয়।  

শিহাব-উল-আরেফিন জানান, রাতে পাঁচজন মুখোশধারী গ্রিল কেটে তাঁর বাড়িতে প্রবেশ করে। বাড়ির ভেতর অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে মুখোশধারীরা ঘরের আসবাব তছনছ করে। বাড়ির বিভিন্ন লকার ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা, মোবাইল ফোনসেটসহ মূল্যবান দ্রব্য লুট করে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। 

এদিকে, গত রাতে সিংড়া উপজেলার ডাকাতগাড়ি এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার সময় সুশান্ত নামের একজনকে গণধোলাই দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।