রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

Looks like you've blocked notifications!

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর গণহত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সকাল ১০টায় শহরের চৌরঙ্গী মোড় থেকে প্রেসক্লাব পর্যন্ত দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা সাংস্কৃতিক সমন্বয় পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।   

প্রতিবাদ সভা ও মানববন্ধনে সাংস্কৃতিক সমন্বয় পরিষদের আহ্বায়ক বিকাশ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব শরীফ মিজানুর রহমান, শিক্ষাবিদ অধ্যাপক এম আর খান, আবু সাইদ মোল্ল্যা, আইনজীবী হাসান সিরাজ সুজা, ডা. বাবুল রশিদ, কবি এম এ হাকিম, ব্যবসায়ী ডাবলু খান, শিল্পী শিপ্রা দাস, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, খেলোয়াড় কুতুব উদ্দিন রানা ও ছাত্রনেতা মীর মেহেদী হাসান রুবেল।  

বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত নিয়ে তাদের পুনর্বাসনেরও দাবি জানান তাঁরা।