মুন্সীগঞ্জে মাজারে দুই নারী হত্যা মামলায় দুজন রিমান্ডে

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের সদর উপজেলার কাটাখালির ভিটিশীল মন্দির এলাকায় বারেকের ন্যাংটার মাজারে গত মঙ্গলবার রাতে দুই নারীকে গলা কেটে হত্যা করা হয়। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের সদর উপজেলায় বারেক ল্যাংটার মাজারে দুই নারী হত্যার ঘটনায় দুই আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার দুপুরে আমলি আদালত ১-এর বিচারক পশুপতি বিশ্বাস এ আদেশ দেন।

মুন্সীগঞ্জ আদালত পরিদর্শক হারুন অর রশীদ জানান, দুপুরে খাদেম মাসুদ কোতয়াল (৫৫) ও মো. বাবুকে (২৫) আমলি আদালত ১-এর বিচারক পশুপতি বিশ্বাস দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ হত্যা মামলায় গত বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

গত ১৩ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের সদর উপজেলার কাটাখালির ভিটিশীল মন্দির এলাকায় বারেক ন্যাংটার মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা করা হয়। পুলিশের ধারণা, হত্যার আগে দুজনকে ধর্ষণ করা হয়।

নিহতদের মধ্যে আমেনা বেগম (৬০) মাজারের নারী খাদেম হিসেবে পরিচিত ছিলেন। আরেকজন তাইজুন খাতুন (৪৫)। তিনি ঢাকার বাসিন্দা। আমেনাকে তিনি খালা বলে ডাকতেন। ঘটনার আগের দিন তিনি সেখানে যান।