সৈয়দপুরে দাঁড়িয়ে থাকা ট্রাককে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ৩

Looks like you've blocked notifications!

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় রংপুর-দিনাজপুর বাইপাস মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়েছে চলন্ত একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের তিনজন নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে মহাসড়কের ধলাগাছ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন—দাঁড়িয়ে থাকার ট্রাকের চালক দুলাল হোসেন (৪০), তাঁর সহকারী আতিকুল ইসলাম (২৭) ও অপর ট্রাকের সহকারী বাবু (২৮)। প্রথম দুজনের বাড়ি নীলফামারীর ডিমলায়। বাবুর বাড়ি গাইবান্ধা সদরে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় বাইপাস মহাসড়কে দাঁড় করিয়ে ট্রাকের চালক ও তাঁর সহকারী যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা করছিল। ওই সময় পাথরবোঝাই একটি চলন্ত ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে দুটি যানই খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি জানিয়ে বলেন, নিহত তিনজনের পরিবারের লোকজনকে বিষয়টি জানানো হয়েছে।