‘সু চির নোবেল কেড়ে বাঙালি জাতিকে দেওয়া উচিত’

Looks like you've blocked notifications!

মিয়ানমারের নেত্রী অং সং সু চির নোবেল পুরস্কার কেড়ে নিয়ে বাঙালি জাতিকে দিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাদশা এ কথা বলেন।

ফজলে হোসেন বাদশা আরো বলেন, ‘দেশের মানুষ মানবিক ও শান্তিপ্রিয়। মিয়ানমারে যে হত্যা নির্যাতন জ্বালাও-পোড়াও হচ্ছে তার বিরুদ্ধে আমরা বাঙালি জাতি ঐক্যবদ্ধ।’

প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও ওয়ার্কার্স পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দমনপীড়ন চালাচ্ছে সেনাবাহিনী। একে জাতিগত নিধনও বলছে অনেক আন্তর্জাতিক সংস্থা। নির্যাতনের মুখে চার থেকে পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।