‘শেয়াল তাড়ানোর বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে’ দুজন নিহত
মাগুরা সদর উপজেলায় দুই যুবকের লাশ পাওয়া গেছে।
আজ বুধবার সকালে উপজেলার সাঁইত্রিশ লাউতালা গ্রামের একটি পোলট্রি খামারে দুজনের লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেন।
নিহতরা হলেন পোলট্রি খামারের মালিক টিটু কাজী (৩৫) এবং তাঁর কর্মচারী হাসান মোল্লা (৩২)। এর মধ্যে টিটুর বাড়ি সাঁইত্রিশ লাউতালা গ্রামে আর হাসানের বাড়ি শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামে। হাসান কর্মচারী হলেও টিটুর বন্ধু ছিলেন।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন সকালে এনটিভি অনলাইনকে জানান, দুজন নিহতের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে গেছে। স্থানীয়রাই পুলিশকে বিষয়টি জানিয়েছেন।
তবে স্থানীয় লোকেরা পুলিশকে জানিয়েছেন, পোলট্রি ফার্মের মুরগি শেয়ালের হাত থেকে বাঁচানোর জন্য চারদিকে বিদ্যুতের তার লাগানো হয়েছিল। খুব সম্ভবত সেই তারেই স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
তবে লাশের ময়নাতদন্ত শেষে দুজনের মৃত্যুর কারণ বলা যাবে বলে জানান এসআই।