বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। উপজেলায় ঢাকা-খুলনা সড়কের ভাটিয়াপাড়ায় আজ শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী। মাইক্রোবাসটি কালনাঘাট থেকে মাওয়াঘাটের দিকে যাচ্ছিল। নিহত ব্যক্তিরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার নওয়া গ্রামের আসাদুজ্জামান শেখের মেয়ে তানিয়া (৩০), একই জেলার লোহাগড়া উপজেলার মহিষকাটা গ্রামের মিরাজ মিয়ার মেয়ে মেহেদি বেগম (৪০), নরাগাতি উপজেলার মাওলি গ্রামের বাবু শেখ (৪৫), কুমড়ি গ্রামের মিজানুর রহমান (৫০), যশোরের নওয়াপাড়ার আব্দুর রহমানের ছেলে নাসিম মিয়া (১৯) ও বনগাতি গ্রামের বাবুল মিয়ার মেয়ে বৃষ্টি (১৩) এবং ফরিদপুরের সদরপুর উপজেলার হানিফ (২৮)। হানিফ মাইক্রোবাসের চালক ছিলেন।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন এবং কাশিয়ানী থানায় একজনের লাশ রাখা হয়েছে।
আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, কাশিয়ানীর ব্যাসপুর থেকে আশিক সাগর নামের একটি লোকাল বাস গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। ঢাকা-খুলনা সড়কের ভাটিয়াপাড়া মোড়ে মাওয়া ফেরি ঘাটমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রী নিহত হন। আহত অবস্থায় ১৪ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরো ছয়জনের মৃত্যু হয়।