ব্রহ্মপুত্র নদে ট্রলারডুবি, নিখোঁজ ৩
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্রহ্মপুত্র নদে আজ শনিবার বেলা ১১টার দিকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনার পর থেকে তিনজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে।
খবর পেয়ে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি দল দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে।
নিখোঁজ ব্যক্তিরা হলো শিউলি (৩০), মনির (১৫) ও মুন্নি (১৪)।
গফরগাঁও উপজেলার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার বদরুল আলম জানান, পাগলা থানাধীন চরআলগী থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি ছোট ট্রলার ব্রহ্মপুত্র নদ পার হয়ে গলাকাটা খেয়াঘাটের দিকে আসছিল। পথে ট্রলারটি ডুবে গেলে বেশির ভাগ যাত্রী সাঁতরে পার হয়। কিন্তু তিনজন এখনো নিখোঁজ রয়েছে।
ওসি জানান, তাদের উদ্ধারে ময়মনসিংহ থেকে স্থানীয় ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি দল দুপুরে ঘটনাস্থলে পৌঁছেছে।