নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে ২ শ্রমিক আহত
নীলফামারী সদর উপজেলা পরিষদের নির্মাণাধীন জামে মসজিদের ছাদের একাংশ আজ শনিবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ করে ধসে পড়ে। এতে কর্মরত দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আহত শ্রমিকরা হলেন বিশ্বজিৎ রায় (৩০) ও খোকন (২৫)। তাঁদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, নীলফামারী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিষদের অর্থ, বিভিন্ন উন্নয়নকাজ থেকে আদায় করা অর্থ ও দানশীল ব্যক্তিদের কাজ থেকে অর্থ নিয়ে এ মসজিদটি নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। ঢালাই চলার সময়ে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ করে ছাদের একাংশ ধসে পড়ে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মতিয়ার রহমান ছাদ ধসের বিষয়টি নিশ্চিত করে জানান, এতে মূল ভবনের কোনো ক্ষতি হবে না।