বগুড়ায় নেতার জামিন নাকচ, বিএনপির বিক্ষোভ
বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে ও আগামীকাল শনিবার জেলায় অর্ধদিবস হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চানের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়া নেতাকর্মীরা শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, মামলা দিয়ে আর আটক করে বিএনপিকে থামানো যাবে না। তাই অবিলম্বে সাইফুল ইসলামের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে তাঁকে মুক্তি দেওয়ার জোর দাবি জানান তাঁরা। না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।