‘বন্দর সাতদিন খোলা কিন্তু আশাব্যঞ্জক সাড়া নেই’

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম বন্দর নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল। ছবি : এনটিভি

চট্টগ্রাম বন্দর সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা সচল রাখলেও বন্দর ব্যবহারকারীরা আশাব্যঞ্জক সাড়া দিচ্ছে না বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল।

আজ শনিবার বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এম খালেদ ইকবাল বলেন, ‘আশাব্যঞ্জকভাবে সাড়া পাচ্ছি  না। শুক্র-শনিবার থেকে শুরু করে রাতের বেলা আমরা আরো ডেলিভারি আশা করি।’

বন্দরের চেয়ারম্যান আরো বলেন, ‘চার হাজারের ওপর ডেলিভারি হচ্ছে সপ্তাহে কিন্তু শুক্র, শনি ও রোববারে ডেলিভারি নেমে আসছে আড়াই হাজারের কাছাকাছি।’

মতবিনিময় সভায় প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সালাম বন্দরের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রাম বন্দরকে দক্ষ সেবামূলক আধুনিক প্রতিষ্ঠান হিসেবে  গড়তে বন্দর ব্যবহারকারীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন আবদুস সামাদ।

আবদুস সামাদ বলেন, ‘সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব। বন্দর নিয়ে সমস্যা হলে ঢাকা যাওয়ার দরকার নেই। আমাকে জানালেই হবে। আমি দেখতে চাই সবাই ক্লায়েন্ট ফ্রেন্ডলি, সত্যিকার অর্থে দেশপ্রেম নিয়ে কাজ করছে।’ 

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের জন্য কোনো আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না জানিয়ে সভায় নৌ মন্ত্রণালয়ের সচিব চট্টগ্রাম বন্দর সাতদিন চব্বিশ ঘণ্টা সচল রাখতে ব্যবহারকারীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চান।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাস্টমস কমিশনার ও বন্দর ব্যবহারকারীরা বক্তব্য রাখেন।