রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে কুমিল্লায় মানববন্ধন

Looks like you've blocked notifications!
রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে শনিবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজারে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আহলে সুন্নাতওয়াল জামাতের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণপাড়া বাজারে এ মানববন্ধন করা হয়। শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন কুমিল্লা জেলা আহলে সুন্নাতওয়াল জামাতের সভাপতি মুক্তিযোদ্ধা গাজী ওয়াহিদ সাবুরী, সাধারণ সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জাবির, ব্রাহ্মণপাড়া উপজেলা সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

বক্তারা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা, অমানবিক নির্যাতন ও সহিংসতার তীব্র নিন্দা জানান। এ ছাড়া দেশটির নেত্রী অং সান সু চির নোবেল পুরস্কার বাতিলের দাবি জানান।