শেখ হাসিনার কারণে বিশ্ব আজ রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার : শিল্পমন্ত্রী

Looks like you've blocked notifications!
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার বিকেলে মহিলা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনগুলোর কর্মকর্তাদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ছবি : এনটিভি

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রশংসনীয় কর্মদক্ষতার কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় নেতা থেকে বিশ্বনেতার মর্যাদা পেয়েছেন। মানবতার দিকে তাকিয়ে শেখ হাসিনা অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াসহ মাতৃস্নেহে কোলে তুলে নিয়েছেন। তিনি বিষয়টি যথাযথভাবে তুলে ধরেছেন বলেই বিশ্ব আজ রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার।

আজ শনিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ অনুদান দেওয়া হয়।

শিল্পমন্ত্রী আমু বলেন, সব কাজে বাবার নামের সঙ্গে মায়ের নাম সন্নিবেশিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো নারীসমাজকে সম্মানিত করেছেন। নারীসমাজকে নিজেদের স্বার্থেই শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করা উচিত। এ জন্য আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে হবে বলে উল্লেখ করেন শিল্পমন্ত্রী।

আমির হোসেন আমু বলেন, অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আওয়ামী লীগ প্রতিষ্ঠাকাল থেকেই নারীদের কথা চিন্তা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নারীকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

ঝালকাঠির জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান।

পরে শিল্পমন্ত্রী মহিলা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনগুলোর  কর্মকর্তাদের হাতে অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে ঝালকাঠি জেলার চারটি উপজেলার ৪১টি মহিলা প্রতিষ্ঠানকে অনুদান হিসেবে মোট আট লাখ ৪৫ হাজার টাকার চেক দেওয়া হয়।