পতেঙ্গা সৈকতে র্যাবের গুলিতে ‘ইয়াবা ব্যবসায়ী’ নিহত

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে র্যাবের গুলিতে জাফর নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাব জানিয়েছে, জাফর ইয়াবা ব্যবসায়ী ছিলেন। গতকাল শনিবার রাত পৌনে ১২টায় এ ঘটনা ঘটে।
র্যাব-৭ জানিয়েছে, দুটি মোটরসাইকেলে চার আরোহীকে সন্দেহ হলে থামতে বলা হয়। কিন্তু আরোহীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য র্যাবও পাল্টা গুলি চালায়। এত সময় এক আরোহী মাটিতে পড়ে যান। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজন পালিয়ে যায় বলে জানায় র্যাব।
নিহত ব্যক্তির পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর নাম জাফর বলে শনাক্ত করা হয়।
র্যাব আরো জানায়, গত ১৩ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার ঘটনার অন্যতম আসামি ছিলেন জাফর। গত রাতের ঘটনায় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি অস্ত্র ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বলে জানিয়েছে র্যাব।