কর্ণফুলী উপজেলা নির্বাচন বর্জন বিএনপির প্রার্থীর

Looks like you've blocked notifications!

নবগঠিত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে বাধা দেওয়া অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী।

আজ রোববার সকাল ৮টায় এ নির্বাচন শুরু হয়। উপজেলার ৪২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হলে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারের সংখ্যা কম দেখা যায়। নারী ভোটারের অনুপস্থিতি বেশি। দেশের নবীন এ উপজেলায় পাঁচটি ইউনিয়নে এক লাখ আট হাজার ভোটার রয়েছে।

বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এস এম ফোরকান অভিযোগ করেন, কয়েকদিন ধরে তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়। ভোটকেন্দ্রের আশপাশে ভোর পর্যন্ত অরাজকতা ও এজেন্টদের নিয়মিত হুমকি দেওয়া হয়। এ ছাড়া ২৬টি কেন্দ্রে এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, এসব অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফারুক চৌধুরী।