ভোলায় ১০৩ মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ প্রস্তুতি

Looks like you've blocked notifications!
ভোলায় এবার ১০৩টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা। মণ্ডপগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ছবি : এনটিভি

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগে ভোলার ১০৩টি মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। আগামী বুধবার থেকে শুরু হচ্ছে এ উৎসব। শেষ মুহূর্তে চলছে প্রতিমার গায়ে তুলির আঁচড়।

প্রতিমা তৈরির কারিগররা দিনভর ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিমা তৈরির পরপরই শুরু হয়েছে রঙের কারিগরদের শেষ কাজ। প্রতিমার চুল, শাড়ির ডিজাইন ও গলার মালা তৈরির কাজ করছেন।

মাদারীপুর থেকে রঙের কাজ করতে আসা একজন শিল্পী বলেন, ‘এখন আর এ কাজের লোকজন বাড়ছে না। উৎসাহ হারাচ্ছে সবাই। যে পরিশ্রম, সে অনুযায়ী টাকা পাওয়া যাচ্ছে না। তার পরও পূর্বপুরুষরা এই কাজ করেছে বলেই করতে হচ্ছে।’

ভোলা শহরের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, ওয়েস্টার্নপাড়ার দুটি মণ্ডপে সবচেয়ে বর্ণিল সাজে সাজানো হচ্ছে। নতুনভাবে করা হয়েছে গেট আর আলোকসজ্জা।

জেলা পুলিশ সুপার (এসপি) মোকতার হোসেন বলেন, এবারের পূজার সামগ্রিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় এক হাজার ৭০০ সদস্য দায়িত্বে থাকবেন। কোনো ধরনের হুমকির আশঙ্কা নেই। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তত রয়েছে পুলিশ।