ঝালকাঠিতে পচা চাল রাখায় আড়তদারকে জরিমানা

Looks like you've blocked notifications!
ঝালকাঠি শহরের আড়তদার পট্টিতে একটি চালের আড়তে অভিযান চালিয়ে পচা চাল পাওয়ায় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

ঝালকাঠির একটি আড়তে পচা চাল রাখার অভিযোগে এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানিকহার রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

পুলিশ জানায়, চালের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে এবং মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমবার বেলা ১১টা থেকে ঝালকাঠি শহরের আড়তদারপট্টিতে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব ও খাদ্য বিভাগ যৌথভাবে অভিযান চালায়। এ সময় মেসার্স কালিপদ কুণ্ডের চালের গুদামে পচা চাল পাওয়া যায়। এ জন্য তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানিকহার রহমান বলেন, আড়তদারদের চালের দাম স্থিতিশীল রাখতে বলা হয়েছে। কেউ গুদামে অতিরিক্ত চাল মজুদ রেখে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।