বাগেরহাটে দুই গ্রুপের সংঘর্ষে গুলি, একজন নিহত

Looks like you've blocked notifications!

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগেরহাটে রুবেল কাজী (২৮) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগেরহাটের মোল্লাহাটের মোল্লারকুল গ্রামে এ ঘটনা ঘটে। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বাগবিতণ্ডার সূত্রপাত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এবং আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাহাটের খাকীপাড়া এলাকার আওয়ামী লীগ সমর্থিত শাহজাহান খাকী গ্রুপ ও নায়েক কাজী গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে নায়েক কাজীর ছেলে রুবেল কাজী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

খবর পেয়ে মোল্লাহাট থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। তবে এখনো  এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রোববার সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এ ঘটনায় গতকাল রাতেই পুলিশ বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করে।