কালভার্টের নিচ থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি কালভার্টের নিচ থেকে হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার পোনা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওই কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, কালভার্টের নিচে হাত-পা বাঁধা এক যুবকের লাশ দেখে স্থানীয় কৃষকরা পুলিশে খবর দেন। এরপর ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মনিরুল ইসলাম বলেন, যুবকের পরনে প্যান্ট ও শার্ট রয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চারদিন আগে মৃত্যু হয়েছে যুবকের। তাঁর শরীরে আঘাতের চিহ্ন আছে।