ভৈরবের শিক্ষক নেতা হাজি আবু তাহেরের ইন্তেকাল

Looks like you've blocked notifications!

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজি আবু তাহের (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার রাত ১০টার দিকে শহরের ভৈরবপুর গাছতলাঘাট এলাকায় তাঁর নিজ বাড়িতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারজনিত ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসারত অবস্থায় তাঁর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়।

তিনি শিক্ষকতার পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবেও খ্যাতি অর্জন করেন। তাই অনেক মানুষ তাঁকে ‘তাহের ডাক্তার’ হিসেবে চিনতেন। নম্র-ভদ্র ও অমায়িক লোক হিসেবে সর্বমহলে আবু তাহের মাস্টারের খ্যাতি ছিল।

তিনি স্ত্রী, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষক ও পল্লী চিকিৎসকসহ সমাজের সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তাঁকে শেষবারের মতো দেখতে সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা তাঁর বাড়িতে ভিড় করতে থাকেন। আজ সকাল সাড়ে ৯টায় কমলপুর দারুল উলুম মাদ্রাসায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ভৈরবের শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী মহলসহ সর্বস্তরের হাজারও মানুষ অংশ নেন।

পরে বেলা ১১টায় তাঁর গ্রামের বাড়ি উপজেলার আগানগর ইউনিয়নের আগানগর দক্ষিণপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে ভৈরব পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুম আবু তাহের বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে বহু বছর শিক্ষক সমাজকে নেতৃত্ব দেন। এ ছাড়া ভৈরব উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সৃষ্টিলগ্ন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে রুহের মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, ভৈরব রফিকুল ইসলাম মহিলা (অনার্স) কলেজের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, ভৈরব উপজেলা শাখার সভাপতি আঞ্জুমানারা বেগম, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন ভূঁইয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভৈরব উপজেলা শাখার সভাপতি মো. গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি ভৈরব উপজেলা শাখার সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুমন খান।