স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়

Looks like you've blocked notifications!

রাজধানীর আদাবরে স্ত্রী চন্দনা খাতুনকে হত্যার দায়ে স্বামী সাজু মিয়া ওরফে সাধনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার পরিবেশ আপিল আদালতের জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি রেজাউল করিম হিরন এনটিভি অনলাইনকে জানান, আসামিকে মৃত্যুদণ্ডের সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া রায় ঘোষণা শেষে আসামিকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ১৪ মে আদাবর থানার শেখেরটেক  এলাকায় ভাড়া বাড়িতে চন্দনাকে হত্যা করা হয়।

এ ঘটনায় রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত চন্দনার বাবা।

এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ২২ এপ্রিল চন্দনার সঙ্গে আসামি সাজু মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে ২০১০ সালের ২ আগস্ট স্বামীকে তালাক দেন চন্দনা। পরে তাঁদের মধ্যে আপস হওয়ায় তাঁরা আবারও সংসার শুরু করেন। কিন্তু এরপরও তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলতে থাকে। এর জেরে  ২০১২ সালের ১৪ মে রাতে আসামি সাজু মিয়া কাচি দিয়ে গলা কেটে স্ত্রী চন্দনাকে হত্যা করে পালিয়ে যান। পরে পুলিশ সাজু মিয়াকে গ্রেপ্তার করে। সাজু আদালতে ঘটনার সত্যতা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।