নতুন করারোপ ছাড়াই বরিশাল সিটির বাজেট ঘোষণা
নতুন কোনো করারোপ ছাড়াই বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০১৫-১০১৬ অর্থবছরের জন্য ৪২৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৫৫৬ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র মো. আহসান হাবিব কামাল আজ রোববার দুপুর ১২টায় বিসিসির সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন।
একই সঙ্গে মেয়র ২০১৪-১৫ অর্থবছরে ৪০৭ কোটি টাকার বিপরীতে ১৪৭ কোটি ৪৭ লাখ ১০ হাজার ১৯৬ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করেন। বাজেটে ১০৮ কোটি ৩১ লাখ ৭০ হাজার ৫৫৬ টাকার নিজস্ব আয়, বাকি ৩১৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার টাকা বিভিন্ন অনুদান ও প্রকল্প প্রস্তাব থেকে এই বাজেট উপস্থাপন করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমার, প্যানেল মেয়র কে এম শহীদুল্লাহ, মোশাররফ হোসেন বাদশা, শরীফ তাসলিমা পলি, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান, কাউন্সিলর, কর্মকর্তা, সাংবাদিক ওসুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেটে নয়টি নতুন উন্নয়ন প্রকল্প দেখানো হয়েছে। বাজেটে চলমান প্রকল্পের মধ্যে রয়েছে বরিশাল সিটি করপোরেশন এলাকায় সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণে ৫০ কোটি টাকা, বিসিসির অবকাঠামো নির্মাণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে ৩০ কোটি টাকা, বঙ্গবন্ধু অডিটোরিয়াম নির্মাণে আট কোটি টাকাসহ চলমান প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বরাদ্দ প্রাপ্তিসাপেক্ষে নতুন প্রকল্পের মধ্যে রয়েছে নতুন বাস টার্মিনাল নির্মাণ, বরিশালের খালপাড় সংরক্ষণ ও খনন, বিসিসি এলাকায় কবরস্থান, শ্মশান ও খ্রিস্টান সমাধি নির্মাণ। এ ছাড়া বাজেটে বৃদ্ধাশ্রম, বিসিসি কোয়ার্টার নির্মাণ, প্রতিবন্ধী ফাউন্ডেশনসহ বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব করা হয়েছে।