ভৈরবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
ভৈরব উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে হাজি আসমত কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ নেয় কমলপুর হাজি জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ভৈরব কেবি হাই স্কুল। খোলায় হাজি জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় ২-০ গোলে জয়ী হয়।

খেলা শেষে ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোলায়মান, ভৈরব পৌরসভার মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সায়দুল্লাহ মিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ভৈরব উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মনসুর।

আলোচনা শেষে বিজয়ী দল হাজি জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি নাজমুল হাসান পাপন।

গত ১১ আগস্ট উপজেলার ২৬টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নক-আউট পদ্ধতির ওই টুর্নামেন্টের শুরু হয়েছিল।