‘ছাত্র-শিক্ষকদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে’
বাংলা একাডেমির মহাপরিচালক ড. মো. শামসুজ্জামান খান বলেছেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে। বর্তমান সরকার সেকায়েফ প্রকল্পের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের উৎকর্ষ সাধনে যুগান্তকারী ও সময়োপযোগী কার্যক্রম হাতে নিয়েছে।
আজ রোববার বিকেলে নওগাঁর পতিসরে শিক্ষার গুণগত মান উন্নয়নে গ্রন্থের প্রয়োজনীয়তা সম্পর্কিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান এসব কথা বলেন।
পতিসরে রথীন্দ্রনাথ ইনস্টিটিউট চত্বরে স্থানীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের জ্যেষ্ঠ সমন্বয়ক উজ্জ্বল হোসেন, রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারী, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, স্থানীয় সাংস্কৃতিক কর্মী মতিউর রহমান মামুন, রথীন্দ্রনাথ ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আহসান হাবিব এবং স্কুলের কার্যকরী পরিষদের সভাপতি মাসুম রানা বক্তব্য দেন।
বাংলা একাডেমির মহাপরিচালক বলেছেন, শিক্ষা কেবল বই পড়া নয়। জ্ঞানের গভীরতা বৃদ্ধি ঘটে এমন সব বই পড়ার মধ্য দিয়ে শিক্ষকদের সমৃদ্ধ হতে হবে। এই অঞ্চলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণার উল্লেখ করে তিনি বলেন, রবীন্দ্রনাথ নিজে ছিলেন শিক্ষানুরাগী। যার কারণে তিনি তাঁর ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরের নামে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছিলেন।
শামসুজ্জামান আরো বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসবাস করে এই অঞ্চলের মানুষকে আলোকিত করে গেছেন। সেই সঙ্গে পতিসরকে তীর্থস্থানে পরিণত করে গেছেন।