পটুয়াখালীতে র্যাবের গুলিতে যুবক নিহত
পটুয়াখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে হত্যাসহ নয়টি মামলার আসামি তরিকুল ইসলাম তরু (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৪টায় শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব পটুয়াখালী ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপসহকারী পরিচালক মনসুর আহম্মেদের নেতৃত্বে র্যাবের একটি দল বিসিক শিল্পনগরী এলাকায় অভিযানে যায়। সে সময় তাদের লক্ষ্য করে আকস্মিক গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার জন্য র্যাবও পাল্টা গুলি চালায়। এতে শীর্ষ সন্ত্রাসী তরু গুলিবিদ্ধ হলে তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত তরুর বিরুদ্ধে দুই ডজনের মতো মামলা আছে বলে র্যাব জানায়।
এ সময় ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৪টি গুলি, ৬৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গত ১৭ জুলাই বরিশাল যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে যান তরু। এর পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধসহ কোনো খোঁজ না পেয়ে তরুর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে নিহত তরুর স্ত্রী রেখা বেগম গত ২০ জুলাই পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, নিহত তরুর বিরুদ্ধে দুটি হত্যা, একটি ডাকাতি, তিনটি চুরি, দুটি মারামারি ও একটি দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। শহরের চরপাড়া এলাকার মান্নান বাবুর্চির ছেলে তরু খুদে সন্ত্রাসী থেকে পটুয়াখালীর তালিকাভুক্ত সন্ত্রাসীতে পরিণত হন।