নাটোরে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
দলকে পুনর্গঠন ও সুসংগঠিত করে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে শহরের আলাইপুর দলীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের আহ্বায়ক সুফিয়া হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহসভাপতি জেবা খান, যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানসহ জেলা মহিলা দলের নেত্রীরা।
সম্মেলনে বক্তারা আন্দোলন ও নির্বাচনসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত হয়ে প্রস্তুত থাকার আহ্বান জানান।