জামায়াতের ৮ নেতার রিমান্ড মঞ্জুর

Looks like you've blocked notifications!

রাজধানীর কদমতলীর দোলাইরপাড় এলাকা থেকে শুক্রবার রাতে আটক জামায়াতের আট নেতার প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আবদুল্লাহ আল মাসুদ দুই মামলায় এ আদেশ দেন। কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজু মিয়া বিষয়টি জানিয়েছেন।

সাজু মিয়া জানান, আটক ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল রয়েছেন। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে কদমতলী থানার পুলিশ। প্রত্যেক মামলায় পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

নাশকতার পরিকল্পনা করা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে দোলাইরপাড় এলাকার কফিল উদ্দিন পেট্রলপাম্পের পেছনে জালালাবাদ টিন কারখানার পাশের একটি বাড়িতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। এ সময় সেখান থেকে ককটেল, জিহাদি বই, চাপাতি ও চাকু উদ্ধার করা হয়।