রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

Looks like you've blocked notifications!
মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হত্যা ও নির্যাতন বন্ধ এবং তাদের নিজ ভূমিতে ফিরিয়ে নেওয়ার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শনিবার মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি

মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হত্যা ও নির্যাতন বন্ধ এবং তাদের নিজ ভূমিতে ফিরিয়ে নেওয়ার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রগতিশীল স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রতিশ্রুতি’র উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠক অ্যাডভোকেট  মিজানুর রহমান মিজান, এনামুল হক তুফান, শহীদুল হুদা অলক, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, প্রতিশ্রুতির সদস্য রমজান আলী মামুন, আবু হাসনাত সুমন।

সমাবেশে বক্তারা মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন বন্ধের জোর দাবি জানান এবং তাদের মর্যাদার সঙ্গে নিজ দেশে দ্রুত ফিরিয়ে নেওয়ার দাবি জানান।