পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী

রোহিঙ্গা সমস্যার দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ

Looks like you've blocked notifications!
রাজধানীতে আজ রোববার এক সভায় বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। ছবি : এনটিভি

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, মিয়ানমারের হত্যাযজ্ঞ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে দ্রুত সমাধান চায়। রোহিঙ্গারা দেশে প্রবেশ করায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।  

আজ রোববার সকালে রাজধানীতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের প্রস্তুতিমূলক সভায় এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

আগামী ১৪ ও ১৫ নভেম্বর কানাডার ভ্যানকুভারে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভার প্রস্তুতিমূলক সভা ছিল এটি। সভায় ২২টি দেশের অন্তত ৬০ জন প্রতিনিধি অংশ নেন।

সভায় মাহমুদ আলী বলেন, মিনানমারে জাতিগত নিধনের শিকার হয়ে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর আগে থেকে প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল। এতে বাংলাদেশে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ বিশ্বাস করে, আন্তর্জাতিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন। এর আলোকে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার দ্রুততম সমাধান চায়।