কুষ্টিয়ায় ট্রেন লাইনচ্যুত, দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

Looks like you've blocked notifications!
কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশনের দক্ষিণ রেলগেট ক্রসিংয়ে রোববার সন্ধ্যায় মধুমতি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। ছবি : এনটিভি

কুষ্টিয়ার ভেড়ামারায় মধুমতি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে দক্ষিণবঙ্গের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

ভেড়ামারা স্টেশন মাস্টার সামসুল আলম জানিয়েছেন, রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোয়ালন্দ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ভেড়ামারা স্টেশনের দক্ষিণ রেলগেট ক্রসিংয়ে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে করে দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সামসুল আলম আরো জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে। আপাতত একটি লাইন ব্যবহারযোগ্য করে রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে।