নাটোরে স্ত্রীকে পিটিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
নাটোরের নলডাঙ্গা উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে শামসুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ছবি : এনটিভি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে শামসুল শেখ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার বাসিলা গ্রামের শামসুল শেখ ২০১৫ সালের ২৬ আগস্ট পারিবারিক কলহের জেরে স্ত্রী উম্মে বেগমকে পিটিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় প্রতিবেশীরা তাঁকে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় উম্মের বেগমের ভাই ওসমান গনি বাদী হয়ে হত্যা মামলা করেন।