আলোচনা সভায় রিজভী

‘কাদের যা বলেন, জনগণ তার উল্টোটা দেখতে পায়’

Looks like you've blocked notifications!
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ সোমবার এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ছবি : এনটিভি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যা বলেন, জনগণ তার উল্টোটা দেখতে পায়।   

আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ কথা বলেন রিজভী। ‘অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনের গুরুত্ব’ শীর্ষক এ সভার আয়োজন করেন বিএনপির সুইডেন শাখার নেতাকর্মীরা। 

রুহুল কবির বলেন, ‘উন্নতমানের ফেরিওয়ালা এবং হকারের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের যা বলবেন, জনগণ ঠিক তার উল্টোটা দেখতে পায়। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য হলো, আওয়ামী লীগ গালাগাল করে, মিথ্যাচার করে। আর বিএনপি যতটুকু সমালোচনা করা দরকার, তাই করে।’

রিজভী আরো বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি একটাই, শেখ হাসিনার পতন। দেশে একটা প্রবাদ প্রবচনে পরিণত হয়েছে যে, হাসিনা মার্কা নির্বাচন, তার মানে হলো প্রতিপক্ষ থাকবে না। রাস্তার মধ্যেই প্রতিপক্ষকে আটকে দেওয়া, রাত ৩টায় ব্যালট সিল মেরে বাক্স ভরে ফেলা।’

নির্বাচন কমিশনারের সমালোচনা করে রিজভী বলেন, ‘বৃহত্তর রাজনৈতিক দল যদি অংশগ্রহণ না করে তাহলে এই ঠুঁটো জগন্নাথ নির্বাচন কমিশন তিনি কী করেন? হাসিনার কথায় চলেন, একতরফা নির্বাচন করছেন, কোনো অভিযোগ তিনি কর্ণপাত করেন না। কানে তুলা দেন বিএনপি কথা বললে, হাসিনা কথা বললে তুলা খুলে ফেলেন। এই লোক থাকলে অবাধ নির্বাচন হবে কেন? শেখ হাসিনা যেভাবে নির্বাচন চান তাঁর (শেখ হাসিনা) জন্য উপযুক্ত হচ্ছেন এই নুরুল হুদা।’  

রোহিঙ্গাদের ফেরত পাঠানো প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘বাংলাদেশকে মধ্যযুগীয় অন্ধকারে রাখা হয়েছে। এতদিন পর মিয়ানমারের মন্ত্রী এসেছেন বাংলাদেশে, দেখা যাবে কী করেন এ দেশের মন্ত্রীরা। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবে নাকি আবার আতপ চাল আনার প্রস্তাব করে বসে।’ 

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, সুইডেন শাখার সভাপতি মিজান চৌধুরী, মিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলুসহ অন্য নেতাকর্মীরা।