রোহিঙ্গাদের জন্য ৩ হাজার টিউবঅয়েল, ৫ হাজার ল্যাট্রিন

Looks like you've blocked notifications!
আজ মঙ্গলবার বিকেলে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের অধিবাসীদের হাতে ত্রাণ তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ছবি : এনটিভি

স্থানীয় সরকার বিভাগের আওতায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সুপেয় পানির জন্য তিন হাজার  নলকূপ এবং পাঁচ হাজার শৌচাগার নির্মাণের কাজ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণের সময় সাংবাদিকদের এই তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

মন্ত্রী জানান, পাশাপাশি ত্রাণ সরবরাহের সুবিধার জন্য বিভিন্ন ক্যাম্পে ১০টি রাস্তার কাজও প্রায় শেষ হওয়ার পথে।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা তাদের বেসিক সাপ্লাই তিন হাজার টিউবঅয়েল দিচ্ছি। যাতে সুপেয় পানির কোনো কষ্ট তাদের না হয়। আর পাঁচ হাজার ল্যাট্রিনের ব্যবস্থা করছি, যাতে স্যানিটেশনটা স্বাস্থ্যসম্মত থাকে।’

এ সময় মন্ত্রী এক হাজার রোহিঙ্গা নাগরিকের হাতে ত্রাণ তুলে দেন।

ত্রাণ বিতরণের সময় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী ও অতিরিক্ত সচিব নাসরিন আকতার, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমানসহ পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী কুতুপালং ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন।