কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কক্সবাজার সমুদ্র সৈকতে আজ সোমবার বিরল প্রজাতির একটি মৃত ডলফিন উদ্ধারের পর জেলার সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্রে আনা হয়। ছবি : এনটিভি
কক্সবাজার সৈকতে এবার ভেসে এলো বিরল প্রজাতির একটি মৃত ডলফিন। আজ সোমবার দুপুরে সৈকতের লাবনী পয়েন্টে ডলফিনটি ভেসে এলে উৎসুক জনতা ডলফিনটি দেখতে ভিড় করে।
urgentPhoto
পরে স্থানীয় লোকজন মৎস্য বিভাগকে খবর দিলে কক্সবাজার সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা ডলফিনটি উদ্ধার করে তাঁদের কার্যালয়ে নিয়ে যান।
কক্সবাজার সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শাহজাদ কুলি খান জানান, এটি বিরল প্রজাতির ডলফিন। প্রায় সাত ফুট দৈর্ঘ্যের এ ডলফিনের ওজন ৭০ কেজি। মৃত ডলফিনটির শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা যায়, গভীর সাগরে জেলেদের জালে আটকা পড়ে ডলফিনটি আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। ডলফিনটি গবেষণার জন্য সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন তিনি।