চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ নাছিরের ৫ বছর কারাদণ্ড

Looks like you've blocked notifications!

পুলিশের কাজে বাধা দেওয়ার একটি মামলায় চট্টগ্রামে শিবিরের সাবেক নেতা ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত নাছির উদ্দীনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক শফি উদ্দিন এ রায় দেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হাদ চৌধুরী জানান, ১৯৯৮ সালের এপ্রিল মাসে চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত নাছিরকে গ্রেপ্তার করার সময় নাছির ও তার দুই সহযোগী পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিনটি ধারায় নাছিরকে পাঁচ বছর তিন মাস সাজা দেওয়া হয়। 
একই রায়ে নাছিরের দুই সহযোগী ইয়াকুব ও হুমায়ুনকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। নাছির দীর্ঘ সাড়ে ১৯ বছর ধরে কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৬টি মামলা আছে। এর আগে একটি অস্ত্র মামলায় সাজা ভোগ করলেও অধিকাংশ মামলায় তিনি জামিন পেয়েছেন।