মানিকগঞ্জে পাঁচ জেলের কারাদণ্ড, কারেন্ট জাল জব্দ

Looks like you've blocked notifications!
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে মানিকগঞ্জে পাঁচ জেলেকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে মানিকগঞ্জে পাঁচ জেলেকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ‌দৌলতপুর উপজেলার যমুনা নদীতে এই অভিযান চালানো হয়।

দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন দৌলতপুর উপজেলার বাসাইল গ্রামের রুশনাই শেখ (৫০), একই গ্রামের বাচ্চু মিয়া (৩০), শিবালয় উপজেলার বঘুনাথপুর গ্রামের লালন মিয়া (৩২), একই উপজেলার উথলী ইউনিয়নের বাসাইল কলাবাগান গ্রামের বকুল মোল্লা (৪৫) ও তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরের ফজলু মিয়া (৩০)।

বুধবার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে মানিকগঞ্জ আদালতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে শিবালয় উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল আলম জানান, যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। এ সময় তিন কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। অভিযানের সময় নৌকা ফেলে জেলেরা পালিয়ে যায় বলে জানান মৎস্য কর্মকর্তা।