জালিয়াতি করে নিয়োগ, সিংড়ায় শিক্ষককে আটক করেছে দুদক

Looks like you've blocked notifications!
নিয়োগ এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে নাটোরের সিংড়া থেকে কারিগরি স্কুলের শিক্ষক নজরুল ইসলামকে আটক করা হয়। ছবি : এনটিভি

জালিয়াতির মাধ্যমে ছয়জন শিক্ষক নিয়োগ এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে নাটোরের সিংড়া থেকে কারিগরি স্কুলের এক শিক্ষককে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে তাঁকে আটক করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক রাশেদুল ইসলাম। আটক ব্যক্তি হলেন জালাল উদ্দিন কারিগরি উচ্চ বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম।

দুদক কর্মকর্তা জানান, নজরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর জাল এবং নানা জালিয়াতির আশ্রয় নিয়ে ছয়জন শিক্ষক নিয়োগ দেন। এর মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতিসহ মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন তিনি। দুদকের অনুসন্ধানে বিষয়টি প্রমাণ হওয়ায় আজ তাঁকে আটক করা হয়।