স্বাধীন দেশ পরিচালিত হবে স্বাধীনতাকামী মানুষদের দিয়ে : আরেফিন সিদ্দিক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, স্বাধীন দেশ পরিচালিত হবে স্বাধীনতাকামী মানুষদের দিয়ে। স্বাধীনতাবিরোধীদের দিয়ে নয়।
আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরেফিন সিদ্দিক এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরো বলেন, নতুন প্রজন্মকে বুঝতে হবে বঙ্গবন্ধু কীভাবে অসাধারণ নেতৃত্ব দিয়ে পাকিস্তানিদের হাত থেকে দেশকে মুক্ত করেছেন। এগুলো যদি নতুন প্রজন্ম জানে তাহলে তারা সততা ও দেশপ্রেমের সঙ্গে জীবনচর্চা করতে পারবে।
এর আগে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে দেড় শতাধিক শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে তাঁরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নাসরীন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদালয়ের সিনেট, সিন্ডিকেটের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালক, হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।