৬ মাস পর দুই বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

Looks like you've blocked notifications!

আটকের সাড়ে ছয় মাস পর শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি যুবককে হস্তান্তর করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিএসএফ যাঁদের হস্তান্তর করেছে তাঁরা হলেন হামিদুর রহমান (১৮) ও আবদুল করিম (২৪)। তাঁদের উভয়ের বাড়িই পাশের জেলা জামালপুরে।

গত ২১ মার্চ শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া সীমান্তে বিএসএফ হামিদুর ও আবদুল করিমকে আটক করে। এরপর তাঁদের ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করলে অনুপ্রবেশের মামলায় তাঁদের কারাগারে পাঠান সেখানকার আদালত। সাড়ে ছয় মাস জেল খাটার পর ছাড়া পান তাঁরা।  

হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে নাকুগাঁও স্থলবন্দর ইমিগেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতিপাগার ক্যাম্প কমান্ডার সাহেব আলী এবং ভারতের পক্ষে কিল্লাপাড়া বিএসএফ পোস্ট কমান্ডার অজয় দাস ও কিল্লাপাড়ার ইমিগ্রেশন পুলিশের ইন্সপেক্টর ডি হাজং উপস্থিত ছিলেন।