রোহিঙ্গাদের জন্য আরো ২৯ টন ত্রাণ পাঠাল মালয়েশিয়া

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। পুরোনো ছবি

মিয়ানমারে সহিংসতায় দেশটি থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরো ২৯ মেট্রিক টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে মালয়েশিয়া।

আজ শনিবার সকালে এসব ত্রাণসামগ্রী নিয়ে একটি কার্গো বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য, স্যানিটারি সামগ্রী, ত্রিপল, দড়ি ও কম্বল।

মালয়েশিয়ান হাইকমিশনের কাউন্সিলর ইব্রাহিম জুরি বিন মোহামেদ ইউনুস এসব ত্রাণসামগ্রী চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন।

এর আগে ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০১ মেট্রিক টন এবং তারও আগে ৯ সেপ্টেম্বর ১২ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছিল। এসব ত্রাণের মধ্যে ছিল তাঁবু, কম্বল, পানির জার ও ওষুধ, পানি বিশুদ্ধকরণ বড়ি, মিল্ক পাউডার, খেজুর, চাল, শ্যাম্পু, তোয়ালে, কাপড়চোপড় ও খাদ্যদ্রব্য।