ছাত্রলীগকে ইতিবাচকভাবে তুলে ধরার আহ্বান নতুন নেতাদের
জাতির কাছে ছাত্রলীগকে ইতিবাচকভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এসে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁরা এই আহ্বান জানান।
ছাত্রলীগের নতুন কমিটির নেতারা বলেন, ঢাবি সাংবাদিক সমিতি সব সময়ই ছাত্রলীগের ভালো কাজের সঙ্গে ছিল। অতীতের মতো ভবিষ্যতেও তারা ছাত্রলীগের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন নেতারা। এ সময় জাতির কাছে ছাত্রলীগকে ইতিবাচকভাবে উপস্থাপন করতেও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তাঁরা।
এ সময় দুই সংগঠনের নিজ নিজ বিষয় ও সংগঠনের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সৌজন্য সাক্ষাতের উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আসিফুর রহমান, সাধারণ সম্পাদক লালন মাহমুদ, সহসভাপতি রেজাউদ্দৌলাহ প্রধান আকাশ, দপ্তর সম্পাদক ইখতিয়ার উদ্দিন সাগর, অর্থ সম্পাদক ফরহাদ উদ্দীনসহ বিভিন্ন গণমাধ্যমের সদস্য ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
সাংবাদিক সমিতির নেতারা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান।ছাত্রলীগ অতীতের মতো ভবিষ্যতেও ছাত্র সমাজের জন্য কল্যাণকর কাজের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন সাংবাদিকরা।
সেই সঙ্গে ছাত্রলীগের সঙ্গে সাংবাদিকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে বলেও সাংবাদিক নেতারা প্রত্যাশা করেন।