ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক বছর সাজা
কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদ্রাসার এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে একজনকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন আদালতের নির্বাহী হাকিম চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।
সাজা পাওয়া মোহাম্মদ নাইমের বাড়ি চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের গল্লাই উত্তরপাড়া গ্রামে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী এনটিভি অনলাইনকে জানান, গল্লাই উত্তরপাড়া গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রীকে নাইম মাদ্রাসায় আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত ও অশোভন আচরণ করে আসছিল। সোমবার ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ নাইমকে গ্রেপ্তার করে। নির্বাহী হাকিম সুমন চৌধুরীর কাছে হাজির করলে গতকাল মঙ্গলবার দুপুরে তিনি এ দণ্ডাদেশ দেন।