ছেলে বিয়ে করায় মায়ের আত্মহত্যা!
নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দোনদরী গ্রামের বাড়ি থেকে গতকাল মঙ্গলবার এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নারীর নাম আকলিমা বেগম (৪৫)। তিনি গ্রামের মৃত আমিনুর রহমানের স্ত্রী। তাঁদের ছেলে না জানিয়ে বিয়ে করায় আকলিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা।
ওসি জানান, আকলিমার ছেলে আরিফ হোসেন নীলফামারী সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র। বিধবা মায়ের বড় আশা ছিল, ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন। কিন্তু মাকে না জানিয়ে সম্প্রতি আরিফ গোপনে বিয়ে করেন। এটি জানতে পেরে আকলিমা সোমবার থেকে বাড়িতে কান্নাকাটি করতে থাকেন। একপর্যায়ে রাতের কোনো একসময় নিজ শোয়ার ঘরে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।