নির্যাতনে মৃত্যুর অভিযোগে বিজিবির ৮ সদস্যের বিরুদ্ধে মামলা
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত এলাকায় মাজম আলী (৪০) নামের এক ব্যক্তিকে নির্যাতনের পর হত্যার অভিযোগে মামলা হয়েছে। এতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্প কমান্ডারসহ আট সদস্যকে আসামি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মাজম আলীর স্ত্রী মোমেনা খাতুন বাদী হয়ে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী লেলিন জানান, আদালতের বিচারক তারিকুল কবীর বোদা থানায় দায়ের করা অপমৃত্যু (ইউডি) মামলার অনুলিপি, সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আগামী ৫ নভেম্বর তারিখে মামলাটি আমলে নিয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
জানা গেছে, গত ৫ অক্টোবর সন্ধ্যায় ভারতীয় গরু আনার অভিযোগে বিজিবি সদস্যরা মাজম আলীকে ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে মারধর করে। পরে তার ছোট ভাই তাঁকে বাসায় নিয়ে এলে মাজম আলীর মৃত্যু হয়। এ ঘটনার পর মাজম আলীর দরিদ্র পরিবারের লোকজন থানায় মামলা দায়ের করতে গেলে বোদা থানা কর্তৃপক্ষ মামলা নিতে অস্বীকৃতি জানায়।