সুনামগঞ্জে ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপুর গ্রামে আজ বুধবার সকালে ভারী ট্রাকসহ একটি বেইলি সেতু ভেঙে পড়ে। ছবি : এনটিভি

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপুর গ্রামে আজ বুধবার সকালে ভারী ট্রাকসহ একটি বেইলি সেতু ভেঙে পড়েছে। এতে সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, বেইলি সেতুটি দীর্ঘদিন ধরেই বেহাল ছিল। আজ সকাল ৮টার দিকে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কার্পেটিংয়ের কাজের মালামাল নিয়ে একটি ট্রাক বেইলি সেতু অতিক্রমের চেষ্টা করে।  হঠাৎ ট্রাকসহ সেতুটি ভেঙে পড়ে। এর পর থেকে দিরাই ও শাল্লা উপজেলা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একাংশের সঙ্গে জেলা শহরসহ সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে কমপক্ষে পাঁচ লাখ মানুষ দুর্ভোগে পড়েছে।

ঘটনাস্থলে থাকা সওজের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, ‘সেতুটি ভালোই ছিল। সওজের কার্পেটিংয়ের মালামাল নিয়ে ভারী ট্রাক বেইলি সেতুতে ওঠায় ভেঙে পড়েছে।

আমাদের কাছে বেইলি সেতু আছে। আমরা ট্রাকটি ওঠানোর পর বেইলি সেতু নিচে রেখেই আরেকটি নতুন সেতু বসাব। এতে পাঁচ-ছয় দিন সময় লাগবে।’