শিক্ষাবিদ বেঞ্জামিন কস্তা আর নেই

শিক্ষাবিদ ফাদার বেঞ্জামিন কস্তা আর নেই। আজ শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি।
ফাদার বেঞ্জামিন কস্তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন।
নটর ডেম কলেজের খ্রিস্ট দর্শন সেমিনারির পরিচালক ফাদার অপু রোজারিও, সিএসসি এনটিভি অনলাইনকে জানান, বিকেল পৌনে ৪টার দিকে লালমাটিয়ার একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন ফাদার বেঞ্জামিন।
ফাদার বেঞ্জামিন কস্তা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় আজই ফাদার বেঞ্জামিনকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকায় আনার পরই তাঁকে লালমাটিয়ার ওই বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
ফাদার বেঞ্জামিনকে তাঁর জন্মস্থান গাজীপুরের ভাদুনে সমাহিত করা হবে বলে জানিয়েছেন ফাদার অপু রোজারিও, সিএসসি। তবে ঠিক কখন করা হবে ওই সময় এখনো নির্দিষ্ট হয়নি।
ফাদার বেঞ্জামিন কস্তা ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত নটর ডেম কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।