রোহিঙ্গা বসতিতে বন্য হাতির হামলায় নিহত ৪

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুজন।

আজ শনিবার ভোরে বন্য হাতির পাল রোহিঙ্গা ক্যাম্পে আক্রমণ চালিয়ে সাতটি ঝুপড়িঘর গুঁড়িয়ে দেয়।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কায় কিসলু জানান, শনিবার ভোরে দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিয়ানমার থেকে আসা তাসলিমা খাতুন (৩৫), তাঁর মেয়ে রুবিনা (১১), সাবিকুন্নাহার (৯) ও ছেলে মোহাম্মদ হাসিম (৫)।

আহত হয়েছে পরিবারের কর্তা আবু ছিদ্দিক (৪৫) ও তাঁর আরেক শিশুপুত্র স্বপন (২)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল জানান, গত ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতার পর উখিয়ার পাহাড়ি এলাকার গাছপালা কেটে হাজার হাজার বসতি গড়ে তোলে রোহিঙ্গারা। এতে বন্য হাতি বাসস্থান ও খাবার সংকটে পড়ায় হামলে পড়ছে লোকালয়ে। এর মধ্যে মিয়ানমারের মংডু থেকে আসা আবু ছিদ্দিকের পরিবার বালুখালী ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লক পলিথিন টানিয়ে সদস্যদের নিয়ে গত কয়েকদিন থেকে বসবাস করে আসছিল।

এ বিষয়ে কক্সবাজার বন সংরক্ষণ কমিটির সভাপতি দীপক শর্মা দিপু বলেন, এলাকাটি হাতির চলাচলের পথ ছিল। সেখানে রোহিঙ্গা বস্তি গড়ে ওঠায় হাতির চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। তাই হাতি চলাচলে বাধাপ্রাপ্ত হয়ে ঝুপড়িতে আক্রমণ করতে পারে।